ডার্বি বাতিলের দিন যে ছবি দেখা গিয়েছিল, বৃহস্পতিবার সেই একই ছবি ফিরল কলকাতার রাজপথে। বৈরিতা ভুলে ফের একই সঙ্গে মিশে গেল ইস্টবেঙ্গল, মোহনবাগান ও মহমেডানের সমর্থকরা। মিছিলে ফের কাঁধে কাঁধ মিলিয়ে ক্লাবের জার্সি পরে হাঁটলেন সমর্থকরা।
আরজি কর কাণ্ড নিয়ে কলকাতা ডার্বিতে প্রতিবাদের ঢেউ উঠতে পারে। নিরাপত্তার দায়িত্ব দিতে পারবে না পুলিশ। তাই সেই ডার্বি ম্যাচ বাতিল করে দেওয়ার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ কিন্তু তাতেও থামানো গেল না প্রতিবাদের কণ্ঠস্বর। ডুরান্ড কাপের সেমিফাইনালে মোহনবাগানের গ্যালারিতে আরজি কর কাণ্ড নিয়ে একটি টিফো দেখা যায়। বৃহস্পতিবার 'পথের দাবি' ব্যানারে কলেজ স্কোয়্যার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলেও দেখা গেল, লাল-হলুদ, সবুজ-মেরুন ও সাদা কালো পতাকা। আরজি কর কাণ্ডে ন্যায়-বিচার চাইতে পথে নামলেন ফুটবল সমর্থকরাও। অনেকের হাতে ছিল জাতীয় পতাকা। মুখে স্লোগান, 'উই ওয়ান্ট জাস্টিস।'
গত ১৮ অগাস্ট ছিল ডুরান্ড কাপের কলকাতা ডার্বি। সেই ম্যাচ বাতিলের পরেও যুবভারতীর বাইরে জড়ো হন সমর্থকরা। বিধাননগর পুলিশ ওই চত্বরে ১৪৪ ধারা জারি করে। কিন্তু তাতেও থামানো যায়নি সমর্থকদের। তিন প্রধানের সমর্থকরা জমায়েত করেন ও আরজি কর কাণ্ড নিয়ে অপরাধীদের কঠোরতম শাস্তির দাবি করা হয়। ডুরান্ডের পরবর্তী ম্যাচ কলকাতা থেকে সরিয়ে দেওয়া হলেও তিন প্রধানের অনুরোধে সেমিফাইনাল ও ফাইনাল ফের কলকাতায় ফেরায় ডুরান্ড কর্তৃপক্ষ।