নতুন মরশুমের দল কেমন হবে। এই নিয়ে বৃহস্পতিবার বৈঠক করেন ইস্টবেঙ্গল কর্তারা। সেই বৈঠকে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলেই দাবি ইস্টবেঙ্গলের। সমর্থকদের আরও ভাল দল গড়ার আশ্বাস দিয়েছেন তাঁরা। বিদেশি ফুটবলারদের অনেককেই ছেড়ে দেওয়া হবে। ভাল ভারতীয় ফুটবলার নেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে সমর্থকদের জানিয়েছেন ইস্টবেঙ্গল কর্তারা।
বৃহস্পতিবার দুপুর ৩টে থেকে আড়াই ঘণ্টা বৈঠক হয়। বৈঠকে ছিলেন ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার, শান্তিরঞ্জন দাশগুপ্ত। ইমামির কর্তা বিভাস আগরওয়াল ও মনীশ গোয়েঙ্কা। ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার জানান, বেশ কিছু ফুটবলারকে নেওয়া হয়েছে। আরও চার-পাঁচজনকে নেওয়া হবে। সেই নামগুলি নিয়েই বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।
আগামী মরশুমে দল তৈরি করার জন্য় বেশি অর্থ ব্য়য় করা হবে কিনা, তা নিয়ে একটা জল্পনা রয়েছে। এই বিষয়ে মন্তব্য করতে চাননি ইস্টবেঙ্গল কর্তারা। তাঁরা জানিয়েছেন, এটা বিনিয়োগকারীদের সিদ্ধান্ত। কর্তাদের আশা, আগামী ১৫ জুনের মধ্যে দলগঠনের কাজ শেষ হয়ে যাবে। কোচ কার্লেস কুয়াদ্রাতের সঙ্গে প্রাক মরশুম প্রস্তুতি নিয়েও কথা হয়েছে। তবে যে ভাল খেলবে, সেই জিতবে।