গত দুই ম্যাচে লড়াই করলেও জয় আসেনি। এল না শুক্রবারও। রেনেডি সিংয়ের প্রশিক্ষণে ভালো খেলেও জয় তুলতে পারল না এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal)। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বই এফসির বিরুদ্ধে খেলার ফলাফল গোলশূন্য ড্র। প্রথমার্ধে ভালো ফুটবল উপহার ইস্টবেঙ্গলের। শুক্রবার শুধু এটুকুই পাওনা ছিল সমর্থকদের।
এদিন প্রথমার্ধে দারুণ ফুটবল খেলে ইস্টবেঙ্গল। মুম্বই সিটি এফসির (Mumbai City FC) আক্রমণকে আটকে দেয় লাল-হলুদ ব্রিগেড। তবে খেলার ১৯ মিনিটে হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় জয়নার লরেন্সোকে মাঠ ছাড়তে হয়। দ্বিতীয়ার্ধে শুরু করলেও গোলের সুযোগ করতে পারেনি টিম। সেই ঝলক দেখা গেল না মুম্বই সিটি এফসির পারফরম্যান্সেও। যার ফলে গোলশূন্য হয়েই শেষ হয় ম্যাচ।
আরও পড়ুন: ওড়িশা ম্যাচ জিতে প্রথম চারের লড়াইয়ে টিকে থাকতে চায় সবুজ-মেরুন
চোটের জন্য নেই টিমের দুই বিদেশি ডিফেন্ডার। কার্ড সমস্যায় টিমে ছিলেন না পেরোসেভিচ।
নতুন কোচ মারিও রিভেরা গোয়াতে এসে পৌঁছেছেন। কিন্তু কোয়ারেন্টিন থাকার জন্য এখনও টিমের সঙ্গে যোগ দিতে পারেননি তিনি।