ইমামি ইস্টবেঙ্গলের ডুরান্ড যাত্রা শেষ। এর মধ্যেই নয়া চ্যালেঞ্জের মুখোমুখি লাল হলুদ বাহিনী। বৃহস্পতিবার ঘোষিত হল এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বের সূচি। ফলে, এবার মহাদেশীয় ক্লাব প্রতিযোগিতায় নিজেদের সেরা দিতে তৈরি হতে হবে দিমিদের।
এক নজরে দেখে নেওয়া যাক এই কাপের সূচি
প্রকাশিত এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ বিন্যাস অনুযায়ী, ভারতের ক্লাব ইস্টবেঙ্গল এএফসি গ্রুপ এ'তে রয়েছে। আর তার সঙ্গে এই গ্রুপে রয়েছে ভুটানের পারো এফসি, বাংলাদেশের বসুন্ধরা কিংস আর শক্তিশালী দল লেবাননের নেজমহ এফসি।
২০২৪-২৫ এএফসি চ্যালেঞ্জ কাপ অনুষ্ঠিত হচ্ছে ভুটানে। সেখানে আগামী ২৬ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত হবে এই গ্রুপের চার দলের সব ম্যাচ হবে।
গ্রুপ পর্ব থেকে মোট আটটি দল পরের রাউন্ডে যাবে। সেখানে থাকবে জোনের তিন গ্রুপের জয়ীরা এবং রানার্সরা। আর ইস্ট জোনের দুটো দলের শীর্ষে থাকা দুটো টিমও যাবে পরে রাউন্ডে।
২০২৫ সালের ৫ থেকে ১৩ ই মার্চ পর্যন্ত হবে কোয়ার্টার ফাইনাল। সেমিফাইনাল শুরু হবে ৯ থেকে ১৭ এপ্রিল। টুর্নামেন্টের ফাইনাল হবে ২০২৫ সালের ১০ই মে।
এর আগে ২০১৩ সালের এএফসি কাপের সেমিফাইনালে পৌঁছেছিল ইস্টবেঙ্গল। এরপর ২০১৫ এর এফসি কাপ খেলেছিল। তারপর দীর্ঘ বিরতির পর ইস্টবেঙ্গল ফের মহাদেশীয় ক্লাব প্রতিযোগিতা গ্রুপ পর্বে খেলতে চলেছে।