প্রায় তিন বছর পর কলকাতায় ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান ম্যাচ (East Bengal vs Mohun Bagan)। কোভিড পর্ব অতীত। রবিবার গ্যালারি জুড়ে স্লোগান দেবেন দুই টিমের সমর্থক। সদ্য ভাল খবর এসেছে। ভারতীয় ফুটবলের উপর থেকে নির্বাসনের কাঁটা সরে গিয়েছে। আর তারপর এই ডার্বি (Kolkata Derby 2022)। যে ম্যাচ ফুটবল মানচিত্রে প্রমাণ করতে পারে, দেশের ফুটবল আবেগকে। এদিকে লাল-হলুদ শিবিরে খারাপ খবর। ডার্বির আগে অনুশীলন বাতিল হয়ে গেল ইস্টবেঙ্গলের। বৃষ্টিতে অনুশীলন বাতিল হয়ে গিয়েছে।
ডার্বির আগে থেকেই ম্যাচ নিয়ে টিকিটের হাহাকার। শনিবার সকাল থেকে ইস্টবেঙ্গল তাবুতে ভিড় জমান সমর্থকরা। কিন্তু শহরে দুপুর থেকে প্রবল বৃষ্টি। এদিন দুপুর আড়াইতে থেকে ক্লোজড ডোর অনুশীলন রাখেন ইস্টবেঙ্গল কোচ স্টিফেন কনস্ট্যানটাইন। কিন্তু তুমুল বৃষ্টিতে বাতিল হয়ে যায় প্র্যাকটিস।
আরও পড়ুন: যুবভারতীতে মহারণ, ইস্টবেঙ্গলকে হারাতে তৈরি সবুজ-মেরুন, জানালেন কোচ ফেরান্দো
ডার্বির মতো ম্যাচের আগে প্র্যাকটিস না হওয়া, একটা টবাড়তি চাপ পড়তে পারে ইস্টবেঙ্গলের উপর। ডুরান্ডের গ্রুপ লিগে এখনও পর্যন্ত জয়ের মুখ দেখেনি লাল-হলুদ শিবির। নৌ-সেনা ও রাজস্থানের বিরুদ্ধে গোলশূন্য ড্র করেছে টিম। তাই রবিবার ডার্বির মহারণে বেশ চাপ থাকবে ইস্টবেঙ্গলের উপর। শনিবার সকালে অনুশীলন সেরে নিয়েছেন মোহনবাগান কোচ হুয়ান ফেরান্দো। তাই বলাই বাহুল্য, সম্মানের লড়াইয়ে কিছুটা হলেও এগিয়ে সবুজ-মেরুন শিবির।