সুপার ফ্লপ ক্লেটন। কোচ বদলেও, ভাগ্য বদলালো না। ইন্ডিয়ান সুপার লিগে টানা চার ম্যাচে হার ইস্টবেঙ্গলের। শনিবার টাটায় লাল-হলুদকে ২-০ গোলে হারিয়ে দিল খালিদ জামিলের জামশেদপুর এফসি। ম্যাচের ২১ মিনিটে রেইয়ের দূরপাল্লায় প্রথম গোল হজম করে লাল-হলুদ। ৭০ মিনিটে আত্মঘাতী গোল লাইচুঙ্গার। জামশেদপুরের বিরুদ্ধে চারটি গোল নষ্ট করেন ইস্টবেঙ্গলের ক্লেটন সিলভা। দ্বিতীয়ার্ধে পেনাল্টি মিস সাউল ক্রেসপোর। সব মিলিয়ে ১৩ দলের এই লিগে এখনও লাস্ট বয় ইস্টবেঙ্গল। আর ঘরের মাঠে লাল-হলুদকে হারিয়ে পয়েন্ট তালিকায় তিন নম্বরে উঠে এল খালিদের জামশেদপুর।
কার্লোস কুয়াদ্রাত পরবর্তী সময় কেমন খেলে ইস্টবেঙ্গল ? টাটার মাঠে এটাই ছিল দেখার। প্রাক্তন ক্লাবের বিরুদ্ধে কলকাতার বেশ কিছু ফুটবলারকে সামনে রেখেই দল সাজিয়েছিলেন জামশেদপুরের কোচ খালিদ জামিল। ম্যাচের শুরুতেই ইস্টবেঙ্গলকে কার্যত চেপে ধরে জামশেদপুর। যার ফসল ২১ মিনিটে রেইয়ের দুরন্ত গোল।
কী করবেন বিনু জর্জ ? প্রথম ৪৫ মিনিটেই এই ম্যাচে ইস্টবেঙ্গলের চার গোলে এগিয়ে যাওয়ার কথা ছিল। একটা নয়, দিনের তিনটি সহজ সুযোগ একাই নষ্ট করেন লাল-হলুদের ব্রাজিলীয় ফুটবলার ক্লেটন সিলভা। এরসঙ্গে দোসর মেধি তালাল। যার নিট ফল, বাইরের মাঠ থেকে ঘুরে দাঁড়ানোর বদলে আরও অন্ধকারে এখন ইস্টবেঙ্গল। ভবিষ্যৎ কী হয়তো জানেন না কর্তারাও ?