সুপার কাপ জয়ের পর ছুটি কাটিয়ে অনুশীলন। বৃহস্পতিবার ইস্টবেঙ্গলের অনুশীলনে ছিলেন না প্রভসুখন সিং গিল। যা চাপ বাড়াচ্ছে টিমের। দলের অন্যতম সেরা গোলকিপার তিনি। ম্যাচের ৪৮ ঘণ্টা আগে অনুশীলনে না থাকায় চাপে সমর্থকরা। তবে আশ্বস্ত করেছেন কোচ কুয়াদ্রাত। ঠান্ডা লাগায় অনুশীলনে নেই গিল। জানিয়েছেন হেড কোচ।
এদিকে ইস্টবেঙ্গল শিবিরে শনিবার ডার্বিতে থাকবেন না দুই বিদেশি। কার্ড সমস্যায় থাকতে পারবেন না শৌভিক চক্রবর্তীও। দলের সেরা দুই স্কোরার ক্লেটন সিলভা ও নন্দকুমারকে যদি সাবলীল ছন্দে অনুশীলন করতে দেখা গিয়েছে। অনুশীলনের পর অধিনায়ক জানিয়ে দিয়েছেন, ডার্বির জন্য তাঁরা তৈরি। কে আছে, কে নেই তা নিয়ে ভাবছেন না।
শনিবার দলের আক্রমণে থাকবেন মহেশ। মাঝমাঠে শৌভিকের পরিবর্তে পার্দো-ক্রেসপো জুটি বাঁধবেন। ডিফেন্সে থাকবেন লালচুংনুঙ্গা।