প্লে-অফের আশা শেষ চেন্নাইয়িন এফসি-র। রবিবার তাঁদের ঘরের মঠে প্রতিপক্ষ ইস্টবেঙ্গল এফসি। চেন্নাইয়িনের ঠিক পরেই ৯ নম্বরে রয়েছে ইস্টবেঙ্গল। প্লে-অফে ওঠার আশা নেই লাল-হলুদ ব্রিগেডেরও। খোলা মনে জয়ের জন্য ঝাঁপাবে দুই দলই।
টানা ৮ ম্যাচে হেরেছে চেন্নাইয়িন এফসি। এই ম্যাচে জিতলে সেই জয়ের খরা কাটবে তাঁদের। ঘরের মাঠে তাঁদের রেকর্ডও বেশ খারাপ। এই মরশুমে মাত্র একটি ম্যাচ জিতেছে তাঁরা। এদিকে অ্যাওয়ে ম্যাচে এবার একটু আত্মবিশ্বাসী লাল-হলুদ। গোটা মরশুমে একমাত্র ফর্মে আছেন ক্লেটন সিলভা। রবিবারও তাঁর গোলের দিকে তাকিয়ে থাকবেন ইস্টবেঙ্গল সমর্থকরা।
কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন বলেছেন, "আমরা প্রথম ছয়ের মধ্যে নেই। আমরা থাকতে চেয়েছিলাম। গতবছর চ্যাম্পিয়ন হয়েছিল হায়দরবাদ এফসি। এবার তাঁরা টেবিলের একদম শেষে। পরের মরশুমে আরও কিছু ফুটবলারের সঙ্গে চুক্তি হবে। আরও ভাল ভাবে ফিরে আসবে ইস্টবেঙ্গল।"