আইএসএলের পয়েন্ট তালিকায় ১১ নম্বরে রয়েছে ইস্টবেঙ্গল। এখনও আশা ছাড়ছে না তারা। বুধবার ঘরের মাঠে কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে নামবে ইস্টবেঙ্গল। এদিনও ডাগআউটে থাকতে পারবেন না কোচ কার্লেস কুয়াদ্রাত। জয়ের আশা ছাড়ছেন না ইস্টবেঙ্গলের সহকারী কোচ বিনো জর্জ।
কেরল ব্লাস্টার্স কঠিন প্রতিপক্ষ। ঘরের মাঠে আত্মবিশ্বাসী লাল-হলুদ ব্রিগেড। বুধবার যুবভারতী স্টেডিয়ামে ঘরের মাঠে নামছে ইস্টবেঙ্গল। কলকাতার দর্শকদের সামনে অনেকটাই খোলা মনে খেলতে পারবে টিম। সহকারী কোচ জর্জ জানান, কেরালা শক্তিশালী দল হলেও ফুটবলাররা পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেবে। মনে করছেন ইস্টবেঙ্গলের সহকারী কোচ।
ইস্টবেঙ্গল পয়েন্ট তালিকায় ১১ নম্বরে আছে। ৫ নম্বরে আছে কেরল ব্লাস্টার্স এফসি। পয়েন্ট তালিকায় ৬ নম্বরে আছে বেঙ্গালুরু এফসি। তবে পয়েন্টে টেবিলে ৪ পয়েন্টের তাই এখনও সুযোগ আছে লাল-হলুদের।