রাত পোহালেই কলকাতা ডার্বি। ডুরান্ড কাপে যুবভারতী স্টেডিয়ামে মোহনবাগান সুপারজায়ান্টের বিরুদ্ধে মাঠে নামছে ইস্টবেঙ্গল। এবার কি ডার্বি জিততে পারলে লাল-হলুদ! কেমন হবে প্রথম একাদশ!
ডুরান্ড কাপে বাংলাদেশ আর্মির বিরুদ্ধে খেলেছেন জর্ডান এলসি। মোহনবাগানের বিরুদ্ধে তাঁকে নামানো হতে পারে। প্রথম থেকেই নামবেন ক্লেটন সিলভা। এশীয় কোটার প্লেয়ার হিসেবে শনিবার মাঠে নামানো হতে পারে তাঁকে। ডার্বিতে লাল-হলুদ জার্সিতে নামতে পারেন অ্যান্তোনিও পারদো লুকাস। শুরু থেকেই নামবেন ক্রেসপো ও সিভেরিও।
আরও পড়ুন: ডার্বির আগে জয়ে ফিরল ইস্টবেঙ্গল, রেলের বিরুদ্ধে ২-০ ব্যবধানে জয় লাল-হলুদের
দীর্ঘদিন ডার্বি ম্যাচ জিততে পারেনি ইস্টবেঙ্গল। এবার মোহনবাগানকে হারানোর সেরা সুযোগ ইস্টবেঙ্গলের কাছে।