সোমবার আইএসএলে (ISL) ওড়িশা এফসির (Odisha FC) বিরুদ্ধে নামছে এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal)। গত মরশুমেও ওড়িশার বিরুদ্ধে জিততে পারেনি টিম। এই মরশুমেও আইএসএলের প্রথম পর্বে হাড্ডাহাড্ডি লড়াইয়ে হারতে হয়েছে লাল-হলুদকে। কোচ মারিও রিভেরার আমলে ওড়িশা এফসির বিরুদ্ধে জয়ের প্রত্যাশায় ইস্টবেঙ্গল শিবির!
গত ম্যাচে চেন্নাইয়িন এফসির (Chennayin FC) বিরুদ্ধে প্রথমার্ধেই দুটো গোল হজম করতে হয়। কিন্তু পরে দুটো গোল করে ম্যাচ ড্র করে লাল-হলুদ শিবির। পয়েন্ট টেবিলে এখন ১৫টি ম্যাচ খেলে ১০ নম্বরে উঠেছে ইস্টবেঙ্গল। ওড়িশা ম্যাচের আগে টিমে যোগ দিয়েছেন ভিক্টর হেরেরো ফোরকাদো। মারিও রিভেরার (Mario Rivera) সহকারী কোচ হিসেবে টিমে এসেছেন তিনি। এর আগে কেরল ব্লাস্টার্স ও জামশেদপুর এফসির বিরুদ্ধে দুই মরশুমে আইএসএলে খেলেছেন এই স্প্যানিশ ফুটবলার। সহকারী কোচ হিসেবে এবার প্রথম লাল-হলুদের দায়িত্ব সামলাবেন তিনি।
আরও পড়ুন:অতিরিক্ত সময়ের গোলে ড্র করল এসসি ইস্টবেঙ্গল, আটকে গেল চেন্নাইয়ান
কোচ রিভেরা জানান, "চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে দ্বিতীয়ার্ধে দারুণ পারফরম্যান্স করেছে টিম। আমি ম্যাচের প্রথমার্ধের পর ডাগ-আউটে টিমকে মন খুলে খেলতে বলি। যতটা পারফরম্যান্স দিতে পারে, ততটা খেলে যাওয়ার পরামর্শ দিয়েছিলাম।" মারিও রিভেরা কোচ হয়ে আসার পর একটি ম্যাচে জয় এসেছে। একটি ম্যাচে ড্র ও দুটি ম্যাচে হেরেছে ইস্টবেঙ্গল।