ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনাল। বুধবার, লাজং এফসির বিরুদ্ধে নামছে ইস্টবেঙ্গল। মঙ্গলবারই শিলংয়ে উড়ে গেল টিম। দলের সঙ্গে রয়েছেন আনোয়ার আলি। এদিকে আনোয়ারের জরিমানা নিয়ে ফেডারেশনের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি সিদ্ধান্ত নেবে বৃহস্পতিবার। তাই লাজং ম্যাচে আনোয়ার কেমন খেলেন, তার দিকে লাল-হলুদ কর্তারা।
লাজং ম্যাচে ইস্টবেঙ্গল টিমের সঙ্গে যান দিমিত্রিয়স দিয়ামান্তাকোস। চোট সারিয়ে দলের সঙ্গে যান ক্লেটন সিলভা। ডুরান্ডের কোয়ার্টার ফাইনালে লাল-হলুদের দল কেমন হবে, তার দিকে তাকিয়ে অনুগামীরা। শিলং যাওয়ার আগে ইস্টবেঙ্গল ফুটবলাররা প্র্যাকটিসও করেন। অনুশীলনে ছিলেন ক্লেটন সিলভা। এরপরই শিলংয়ে উদ্দেশে রওনা দেয় ইস্টবেঙ্গল।কোচ কার্লেস কুয়াদ্রাত জানিয়েছেন, মঙ্গলবার বিকেলে প্র্যাকটিসে নামবে টিম।
১৮ অগাস্টের ডার্বিতে সম্পূর্ণ শক্তিতে নামার কথা ছিল ইস্টবেঙ্গলের। টিমও তৈরি ছিল। কিন্তু ডার্বি বাতিল হয়। এই কদিনে চোট-আঘাত পেরিয়ে অনেক ফুটবলারই ফিট। চোট ও ফিটনেস সমস্যার মধ্যে ছিলেন অনেক ফুটবলাররা। লাজং এফসি ম্যাচের আগে ক্লেটন সিলভাও বেশ চনমনে। আনোয়ার আলি দলে থাকেন, কিনা তার দিকে তাকিয়ে ফুটবলপ্রেমীরা।
ডুরান্ড কাপের ইতিহাসে সর্বাধিক জয়ের রেকর্ড আছে মোহনবাগানের। ১৭বার ডুরান্ড কাপ জিতেছে সবুজ-মেরুন। ১৬বার ডুরান্ড কাপ জয় ইস্টবেঙ্গলের। এবার এই ট্রফি জিতলে মোহনবাগানকে ছুঁয়ে ফেলবে লাল-হলুদ।