এবার আইএসএলে এখনও জয় পায়নি ইস্টবেঙ্গল। বেঙ্গালুরু এফসি ও কেরল ব্লাস্টার্স। প্রথমে দুটি ম্যাচেই হারতে হয় লাল-হলুদকে। দুটি ম্যাচই ছিল অ্যাওয়ে ম্যাচ। শুক্রবার প্রথম ঘরের মাঠে খেলতে নামবে ইস্টবেঙ্গল। যুবভারতী স্টেডিয়ামে তাঁদের প্রতিপক্ষ এফসি গোয়া।
ডুরান্ড কাপের পর শুক্রবার প্রথম যুবভারতীতে নামছে ইস্টবেঙ্গল। প্রথম দুই ম্যাচে হারের পর তাই সমর্থকদের সামনে জয় এনে দিতে চাইছেন কোচ কার্লেস কুয়াদ্রাত। এই মরশুমে ইস্টবেঙ্গলে যোগ দিয়েছেন মাধি তালাল। তিনি জানিয়েছেন, "ঘরের মাঠে সমর্থকদের সানে খেলতে পারব। এটাই স্বস্তি। সমর্থকদের চিৎকার ভাল খেলতে উদ্বুদ্ধ করবে। সমর্থকদের সামনে নিজেদের উজাড় করে দেওয়ার চেষ্টা করব।"
পরপর ম্যাচ হেরে যে চাপ বাড়ছে, তা স্বীকার করে নিচ্ছেন কোচ কার্লেস কুয়াদ্রাতও। তিনি জানান, "শুরুটা ভাল হয়নি। চাপ তো থাকবেই। সব ম্যাচের আগেই চাপ থাকে। এই ম্যাচের আগেও রয়েছে। আমরা একটা প্রক্রিয়ার মধ্যে রয়েছি। বেশ কিছু তরুণ ভারতীয় ফুটবলার আছেন। কিছু বিদেশি ফুটবলারও আছেন। সবার মধ্যে বোঝাপড়াটা প্রয়োজন। দলে কিছু ফুটবলারের চোটও আছে।"
এদিকে গোয়া ম্যাচের আগে চোটের জন্য দিমিত্রি দিয়ামানতাকোসের খেলা নিয়ে সংশয় আছে। জ্বর হয়েছে সাউল ক্রেসপোর। শুক্রবার ম্যাচে দেখা যেতে পারে দেবজিৎ মন্ডলকেও।