Emami East Bengal: আইএসএলে ইস্টবেঙ্গল নামেই খেলবে দল, ঘোষণা ইমামির

Updated : Aug 04, 2022 15:14
|
Editorji News Desk

আইএসএলে ইস্টবেঙ্গল (East Bengal) নামেই খেলবে ক্লাব। নতুন লগ্নিকারী সংস্থা ইমামি গ্রুপের নাম থাকবে না। মঙ্গলবার ইমামির সঙ্গে চুক্তি স্বাক্ষর করার কথা ইস্টবেঙ্গল। সোমবার ক্ষুদিরাম অনুশীলনে ১০৩তম প্রতিষ্ঠা দিবস পালন করে লাল-হলুদ কর্তৃপক্ষ। সেখানে লগ্নিকারী সংস্থা ইমামি গোষ্ঠী (Emami Group) ডিরেক্টর আদিত্য বর্ধন আগরওয়াল জানিয়ে দেন, এবার আইএসএলে ইস্টবেঙ্গল এফসি নামেই খেলবে লাল-হলুদ। এই সিদ্ধান্তে খুশি আপামর লাল-হলুদ অনুরাগীরা। 

দীর্ঘদিন ধরে চুক্তি নিয়ে টালবাহানা চলছে। ইস্টবেঙ্গলের সঙ্গে শেয়ারের ভাগ নিয়ে সমস্যা হয় ইমামির। ৭৭ শতাংশ শেয়ার পায় ইমামি। ২৩ শতাংশ শেয়ার আছে লাল-হলুদের হাতে। মঙ্গলবার শহরের একটি বেসরকারি হোটেলে ইমামি ও ইস্টবেঙ্গল চুক্তি স্বাক্ষর করবে। তার ২৪ ঘণ্টা আগে ইস্টবেঙ্গলের নাম নিয়ে সব সংশয় কেটে গেল। একই নামে এবার আইএসএলে নামবে ইস্টবেঙ্গল। মঙ্গলবার ইস্টবেঙ্গলের প্রতিষ্ঠা দিবসের মঞ্চে এসে ইমামির ডিরেক্টর আদিত্য বর্ধন আগরওয়াল জানান, আইএসএলে ইস্টবেঙ্গল এফসি নামেই খেলবে দল। প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী ক্লাবের নামের আগে সংস্থার পরিচিতি ব্যবহার করা যায় না। তাই ইমামির নাম আগে থাকবে না বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: কমনওয়েলথে আরও একটি সোনার অপেক্ষা, ব্যাডমিন্টনের মিক্সড টিমে নামছেন সিন্ধুরা

সোমবার গোটা দিনই ক্লাবের ১০৩তম প্রতিষ্ঠা দিবস পালন করে ইস্টবেঙ্গল। ময়দানে ইস্টবেঙ্গলের ক্লাব তাঁবুতে প্রদীপ জ্বালিয়ে পতাকা উত্তোলন করা হয়। কেক কেটে অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রীর অরূপ বিশ্বাস। বিকেলে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে এসেছিলেন প্রাক্তন ফুটবলাররা। ছিলেন শ্যাম থাপা, ভাস্কর গঙ্গোপাধ্যায়, গৌতম সরকার, সমরেশ চৌধুরী, প্রশান্ত বন্দ্যোপাধ্যায়। ছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম ও সুজিত বসুও। ভারত গৌরব সম্মান দেওয়া হয় লিয়েন্ডার পেজ ও ঝুলন গোস্বামীকে।

East BengalEmami East BengalEast Bengal InvestorEmami Group

Recommended For You

editorji | খেলা

Ravichandran Ashwin : অবসর নিয়ে রবিচন্দ্রন অশ্বিনের কান্না, গম্ভীরের কী ভূমিকা ছিল জানেন?

editorji | খেলা

Ravichandran Ashwin: দেশে ফিরেই সংবর্ধনায় ভাসলেন, অশ্বিনের কেরিয়ারের সেরা পাঁচ মুহূর্ত

editorji | খেলা

Rohit Sharma : ব্রিসবেনে চরম ভুল রোহিতের ! অশ্বিনের অবসরের পর কি বললেন ভারত অধিনায়ক ?

editorji | খেলা

India vs Australia: ব্রিসবেনে ভিলেন বৃষ্টি, গাব্বায় প্রাপ্তি বাংলার আকাশদীপ

editorji | খেলা

Ravichandran Ashwin : ব্রিসবেন থেকে ব্যাড নিউজ, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর অশ্বিনের