আনোয়ারের ধাক্কা মাথায় নিয়ে আজ, শনিবার ইন্ডিয়ান সুপার লিগে অভিযান শুরু ইস্টবেঙ্গলের। কালোর্স কুয়াদ্রাতের দলকে মাঠে নামতে হবে সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে। অ্যাওয়ে ম্যাচে কান্তিরাভা স্টেডিয়াম থেকে প্রথম ম্যাচে তিন পয়েন্ট চান লাল-হলুদের স্প্যানিশ কোচ। কিন্তু ডিফেন্সের যা পরিস্থিতি, তাতে ৯০ মিনিট পর কতটা কী হবে, তা নিয়ে সংশয় থাকছে।
শুক্রবার যুবভারতী থেকে এবারের আইএসএল অভিযান শুরু করেছে গতবারের রানার্স মোহনবাগান সুপার জায়েন্ট। মুম্বইয়ের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া হয়নি। ম্যাচে দুই শূন্য গোলে এগিয়ে থেকেও ম্যাচ ড্র করেই মাঠ ছাড়ছে হয়েছে সবুজ-মেরুন ফুটবলারদের। এই পরিস্থিতিতেই এদিন মাঠে নামবে কলকাতার আর এক প্রধান।
গত কয়েক মরশুমের তুলনায় এবার ধারে ভারে বেশ শক্তিশালী ইস্টবেঙ্গল। দেশি-বিদেশি ফুটবলারের ভারসাম্যে দল তৈরি করেছেন কর্তারা। কারণ, গতবার ভাল খেলেও সুপার সিক্সে জায়গা পায়নি লাল-হলুদ। এবার প্রাথমিক লক্ষ্য প্রথম ছয়ে জায়গা করে নেওয়া।
ডেভিড, মহেশ, নন্দকুমারদের পাশে কুয়াদ্রাতের আশা ভরসা বেশ কয়েকজন ভাল বিদেশি ফুটবলার। এরমধ্যে অবশ্যই এই ম্যাচে নজর থাকবে ক্রেসপোর উপরেই। কারণ, তিনিই লাল-হলুদের মাঝ মাঠে প্রাণ ভ্রমরা। তবে, সুনীল ছেত্রীদের বিরুদ্ধে মাঠে নামার আগে কুয়াদ্রাতের চিন্তা দলের ডিফেন্সকে নিয়ে। যা কলকাতা ছাড়ার আগেও জানিয়েছেন তিনি।
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার পর ঘরোয়া ফুটবল এখনও চালিয়ে যাচ্ছেন সুনীল ছেত্রী। তাই শনিবাসরীয় কান্তিরাভায় তাঁর দিকেই তাকিয়ে থাকবেন বেঙ্গালুরুর সমর্থকরা। দল ভেঙেছে মানছেন সুনীল। কিন্তু তাতে ক্ষমতা কিছু কমে যায়নি। তিনি জানিয়েছেন, অনেক নতুন মুখকে নিয়েই এবার বেঙ্গালুরু আইএসএলে তৈরি। তৈরি প্রথম ম্যাচেই ইস্টবেঙ্গলকে বেগ দেওয়ার জন্য।