কেরল ব্লাস্টার্সের (KBFC) বিরুদ্ধে ০-১ গোলে হারল এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal)। এদিন লাল-হলুদ ব্রিগেডকে হারিয়ে আইএসএলের পয়েন্ট টেবিলে তিন নম্বরে উঠে এল কেরল ব্লাস্টার্স (Kerala Blasters)।
এদিন ম্যাচের প্রথমার্ধে ভালো লড়াই করে ইস্টবেঙ্গল। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল পায় কেরল ব্লাস্টার্স। কেরলের হয়ে গোল করেন এনেস সিপোভিচ। সেখানেই খেলা শেষ হয়ে যায় ইস্টবেঙ্গলের। আর সমতা ফেরাতে পারেনি লাল-হলুদ ব্রিগেড।
আরও পড়ুন: সোমবার আইএসএলে কেরল ব্লাস্টার্সের মুখোমুখি এসসি ইস্টবেঙ্গল, জয়ই লক্ষ্য কোচ রিভেরার
আগেই প্লে-অফে ওঠার সুযোগ হারিয়েছে ইস্টবেঙ্গল। এদিনের ম্যাচে হেরে পয়েন্ট টেবিলের তলানিতে লাল-হলুদ ব্রিগেড।