গতবছর একটুর জন্য কলকাতা লিগের শিরোপা জেতা হয়নি। তাই চলতি বছরের শুরু থেকেই চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে অনড় ইস্টবেঙ্গল। যে প্রমাণ পাওয়া গেল প্রথম ম্যাচেই। কলকাতা ফুটবল লিগের প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করল লাল-হলুদ ব্রিগেড। রবিবাসরীয় ম্যাচে টালিগঞ্জ অগ্রগামীকে ৭-১ গোলে হারিয়ে অভিযান শুরু করল ইস্টবেঙ্গল।
রবিবার দুপুরে ব্যারাকপুরের বিভূতিভূষণ স্টেডিয়ামে টালিগঞ্জ অগ্রগামী মুখোমুখি হয়েছিল লাল হলুদ ব্রিগেড। শুরু থেকেই দাপটে খেলছিল গোটা দল। প্রথমার্ধেই দুই গোলে দিয়েছে ইস্টবেঙ্গল। গোল দুটি এসেছে শ্যামল বেসরা, আমন সিকের পা থেকে।
দ্বিতীয়ার্ধেও একই ছবি দেখা গেল। এরপর জোড়া গোল করেন জেসিন। তার পর জালে বল জড়ালেন সুব্রত। ষষ্ঠ গোলটি করেন আনাথু। ম্যাচের শেষ করেন সায়ন। টলিগঞ্জ একটি গোল করলেও কোন লাভ হয়নি। শেষ পর্যন্ত বিপুল ব্যবধানে জয় দিয়ে লিগ পর্ব শুরু করল ইস্টবেঙ্গল।