ঘরের মাঠে অবশেষে জয়ের খরা কাটল। কেরালা ব্লাস্টার্সকে (Kerala Blasters) ১-০ গোলে হারাল ইস্টবেঙ্গল (East Bengal)। শুক্রবার টানা চার ম্যাচ হারের পর তিন পয়েন্ট ঘরে তুলল স্টিভেন কনস্ট্যান্টাইনের ছেলেরা।
ফাস্ট লেগে কেরালার বিরুদ্ধে হারতে হয়েছিল। ১-৩ গোলে হেরেছিল লাল-হলুদ ব্রিগেড। বর্তমানে লিগের ৩ নম্বরে কেরালা।। নবম স্থানে থাকা ইস্টবেঙ্গল এদিন ছন্দে ছিল। গোলের একাধিক সুযোগ নষ্ট করে কেরলও।
আরও পড়ুন: অনূর্ধ্ব ২০ সাফ কাপে জাতীয় দলে সুযোগ, স্বপ্নপূরণ কালনার সোনালি সোরেনের
প্রথমার্ধে ভিপি সুহেরের একটি গোল অফসাইডে বাতিল হয়। এই পরিস্থিতিতে ঘুরে দাঁড়াল লাল-হলুদ। ৭৬ মিনিটে ক্লেটন সিলভা গোল করে এগিয়ে দেন টিমকে। ডান পায়ে তাঁর নিখুঁত শটে এগিয়ে যায় ইস্টবেঙ্গল।