এক ব্রাজিলিওর পায়ে স্বস্তি পেলেন এক স্প্যানিশ। শনিবার যুবভারতীতে ISL-এর ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ল ইস্টবেঙ্গল। এই প্রথম তাঁরা হারাল হায়দরাবাদ FC-কে। ম্যাচের ফল ২-১। জোড়া গোলের নায়ক ক্লেটন সিলভা।
এদিন ISL-এর দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছিল লাল হলুদ , প্রথম ম্যাচে জামশেদপুরের সঙ্গে ড্র। এই অবস্থায় নিজেদের ডিফেন্সের ভুলে গোল খেয়ে যায় ইস্টবেঙ্গল , ম্যাচের ৮ মিনিটে হায়দ্রাবাদকে এগিয়ে দেন হিতেশ শর্মা। ৯০ সেকেন্ডের মধ্যে গোল শোধ করে ইস্টবেঙ্গল। গোলদাতা ক্লেটন।
এরপর ৯৩ মিনিটে প্রায় ২৫ গজ দূর থেকে নেওয়া ক্লেটনের ফ্রিকিক থেকে এই ISL-এ প্রথম ৩ পয়েন্ট পেল ইস্টবেঙ্গল। মাঝের সময়টুকু শুধু ‘ওঠা আর নামা’ আর ‘বিরক্তিকর’ ফুটবলের নমুনা রাখল দুই দল।ইস্টবেঙ্গলের পরের ম্যাচে প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স।