ম্য়ানচেস্টার ইউনাইটেডের (Manchester United) হাত ধরতে পারে ইস্টবেঙ্গল (East Bengal)। দুই শতাব্দীপ্রাচীন ক্লাবের সঙ্গে কথাবার্তাও চলছে। এই খবর নিশ্চিত করেছেন BCCI প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। তাঁর মাধ্যমেই কথাবার্তা চালাচ্ছেন লাল-হলুদ কর্তারা।
মঙ্গলবার সৌরভ জানান, "ইস্টবেঙ্গলের সঙ্গে শুধু ম্য়ানচেস্টার ইউনাইটেড নয়, অনেক ক্লাবেরই কথা হচ্ছে। ম্যান ইউর সঙ্গে কথাবার্তা অনেকটাই এগিয়েছে। আগামী ১০-১২ দিনের মধ্যে সব পরিষ্কার হয়েছে যাবে।" শ্রী সিমেন্ট বিদায় নেওয়ার পর ইস্টবেঙ্গলে কি বিনিয়োগ করবে ম্য়ান-ইউ! সৌরভ জানান, "মালিক হয়েই আসতে পারে ম্যানচেস্টার ইউনাইটেড।"
আরও পড়ুন: ইডেনে প্লে অফের ম্যাচ দেখতে মমতাকে আমন্ত্রণ সিএবির, সাফল্য কামনা মুখ্যমন্ত্রীর
লন্ডনের শতাব্দী প্রাচীন ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। গোটা বিশ্বজুড়ে ছড়িয়ে আছে তাঁদের অনুরাগী। এদিকে কলকাতার শতাব্দীপ্রাচীন ক্লাব ইস্টবেঙ্গলের ঐতিহ্যও অনেক। সদ্য শতবর্ষ পেরোনোর পর বিনিয়োগকারী নিয়ে সমস্যায় পড়েছে লাল-হলুদ। BCCI প্রেসিডেন্টের মধ্যস্থতায় যদি রেড ডেভিলসের সঙ্গে ইস্টবেঙ্গলের চুক্তি হয়, তবে সবথেকে বেশি খুশি হবেন লাল-হলুদ অনুরাগীরা।