সোমবার নিয়মরক্ষার ম্যাচে নর্থইস্ট ইউনাইটেডের(North-East United) বিরুদ্ধে মাঠে নামছে মারিও রিভেরার(Mario Rivera) ছেলেরা। নিয়মরক্ষার ম্যাচ হলেও ভাল ফুটবল উপহার দেওয়াই এখন এসসি ইস্টবেঙ্গলের(SC East Bengal) একমাত্র লক্ষ্য।
কোচ রিভেরার(Mario Rivera) মতে, লিগের শেষ দিকে ইস্টবেঙ্গল(SC East Bengal) কিছুটা হলেও ভাল খেলেছে। নিয়মরক্ষার এই ম্যাচে খুব ভাল খেললে ১১ দলের প্রতিযোগিতায় দশম স্থানে শেষ করতে পারে এসসি ইস্টবেঙ্গল(SC East Bengal)। তাই নতুন করে ফুটবলারদের উজ্জীবিত করার কিছু নেই, জানান মারিও রিভেরা(Mario Rivera)। লাল-হলুদ কোচের কথায়, দল প্রতিদিনই আগের থেকে ভাল পারফরম্যান্স করছে। মানসিকতা, পারফরম্যান্স, ফুটবল সবকিছুরই উন্নতি হয়েছে। সবাই অনুশীলনে পরিশ্রম করছে, উপভোগ করছে। আবার মেজাজও ফুরফুরে রয়েছে।
আরও পড়ুন- ATK Mohun Bagan: মারগাঁওতে বেঙ্গালুরুকে ২-০ গোলে হারাল এটিকে মোহনবাগান
তবে এখনও দলের বেশ কয়েকজনের চোট রয়েছে। তা নিয়ে কিছুটা উদ্বিগ্ন রয়েছেন ইস্টবেঙ্গল কোচ(Mario Rivera)। অন্যদিকে, টমিস্লাভ মার্সেলা ভাল প্রস্তাব পেয়ে অস্ট্রেলিয়া(Australia) চলে গেছে। তার জায়গায় নিয়ে আসা হয়েছে নেপালি ডিফেন্ডার অনন্ত তামাংকে(Ananta Tamang)। সোমবার আদৌ তিনি খেলবেন কিনা, তা নিয়ে উঠেছে প্রশ্ন। যদিও সমর্থকদের উদ্দেশ্যে রিভেরার(Mario Rivera) স্পষ্ট জবাব, সোমবার ম্যাচের দিন সকালেই বুঝতে পারবেন কারা খেলবেন প্রথম একাদশে।