রবিবার ফুটবল মহাযুদ্ধ (FIFA Football World CUp 2022)। আর প্রথম ম্যাচেই মুখোমুখি গ্রুপ-এ -এর দুই টিম ইকুয়েডর ও আয়োজক দেশ কাতার (Qatar vs Ecuador)। বিশ্বকাপ শুরু হওয়ার দুদিন আগে দোহা জুড়ে ম্যাচ গড়াপেটার গুজব ছড়িয়েছে। মধ্য প্রাচ্য (Middle East) সম্পর্কিত আঞ্চলিক প্রধান আমজাদ তাহার একটি টুইট নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। প্রথম ম্যাচ জেতার জন্য ইকুয়েডরকে ৭.৪ মিলিয়ন ডলার ঘুষ দিয়েছে আয়োজক দেশ কাতার। বিশ্বকাপের মতো মেগা ইভেন্টের আগে এই খবর নিঃসন্দেহে ফিফার অস্বস্তি বাড়িয়েছে।
২০ নভেম্বর আল বায়েত স্টেডিয়ামে নামবে কাতার ও ইকুয়েডর। আয়োজক দেশ হিসেবে প্রথম বিশ্বকাপ খেলবে কাতার। এদিকে ধারেভারে অনেকটাই এগিয়ে ইকুয়েডর। গ্রুপে সেনেগাল ও নেদারল্যান্ডসের মতো দুই শক্তিশালী টিম আছে। এই ম্যাচ না জিততে পারলে বিশ্বকাপে আগামী পর্বে চাপ বাড়বে ইকুয়েডরের। ২০০২, ২০০৬ ও ২০১৪ সালে তিনবার বিশ্বকাপ খেলেছে ইকুয়েডর। অভিজ্ঞতাও কাতারের থেকে অনেকটাই বেশি।
আরও পড়ুন: বিশ্বকাপের উদ্বোধনে গান গাইবেন বিটিএস ব্যান্ডের জংকুক, অফিসিয়াল গান 'ড্রিমার্স'
তবে শেষ ৫টি ম্যাচে চারবার জয়ী কাতার। পাঁচ ম্যাচের মধ্যে ইকুয়েডর মাত্র একটি ম্যাচ জিতেছে। ড্র করেছে চারটি ম্যাচ। প্রথম ম্যাচে জয় ছাড়া অন্য কিছু ভাবতে চাইছে না দুই দলই।