ডার্বির আগে স্বস্তির জয়। ইন্ডিয়ান সুপার লিগে নর্থ-ইস্ট ইউনাইটেডকে তিন-এক গোলে হারিয়ে মরশুমের প্রথম জয় পেল ইমামি ইস্টবেঙ্গল। এদিন লাল-হলুদের হয়ে গোল করেন ক্লেটন, কায়নাকু এবং জর্ডন। ম্য়াচে শেষ সময়ে গিয়ে ব্যবধান কমান নর্থ-ইস্টের ফুটবলার ডার্বিশায়ার।
গত দুটি ম্য়াচে হেরে মাঠ ছেড়েছিল ইস্টবেঙ্গল। কলকাতা ডার্বি আগে লাল-হলুদের ব্রিটিশ কোচের কাছে এই ম্য়াচ ছিল সম্মানরক্ষার। তাই শুরু থেকে প্রেসিং ফুটবলে নর্থ-ইস্ট দুর্গে হানা দিতে থাকেন হওকিপ, ভিপি সুহেররা।
ম্যাচের ১১ মিনিটেই গোল মুখ খুলে ফেলে ইস্টবেঙ্গল। দলকে এগিয়ে দেন ব্রাজিলীয় ক্লেটন। এরপর প্রথমার্ধে একাধিক গোলের সুযোগ তৈরি করেও তা মিস করেন সুহেররা। দ্বিতীয়ার্ধে আবার গুছিয়েই শুরু করেছিল ইস্টবেঙ্গল। যার ফসল ৫২ মিনিটে কায়ানাকুর গোল। ৮৪ মিনিটে তিন শূন্য় করেন জর্ডন। কিন্তু গুয়াহাটিতে ক্লিন সিট হল না।
সে যাই হোক, ২৯ তারিখ ডার্বিতে ইস্টবেঙ্গলকে শূন্য় থেকে শুরু করতে হচ্ছে না। জুয়ান ফেরেন্দোর দলের বিরুদ্ধে তিন পয়েন্ট নিয়ে মাঠে নামবে লাল-হলুদ। উল্টো দিকে এটিকে-মোহনবাগানও দাঁড়িয়ে তিন পয়েন্টে।