নতুন মোড়কে সেই পুরনো কাহিনি। বিনিয়োগকারী বদলেও মরশুমের প্রথম ম্য়াচে জয়ের মুখ দেখতে পারল না ইমামি ইস্টবেঙ্গল। ডুরান্ডকাপের প্রথম ম্য়াচে বিদেশিহীন ভারতীয় নৌসেনার দলের কাছে সেই আটকেই গেল ইস্টবেঙ্গল। ম্য়াচ শেষ হল গোলশূন্য হয়ে।
অনেক আশা নিয়েই মাঠে এসেছিলেন লাল-হলুদ সমর্থকরা। কিন্তু নব্বই মিনিট হতাশা নিয়েই মাঠ ছাড়লেন। তবে আগাগোড়া নব্বই মিনিটে একাধিক সুযোগ পেয়েছিলেন লাল-হলুদ ফুটবলাররা। বারবার প্রতিপক্ষের গোলমুখে এসে আটকে যান ইস্টবেঙ্গল ফুটবলাররা।
তবে প্রথম ম্যাচে অনেক স্লো ফুটবল খেলেন ইস্টবেঙ্গল ফুটবলাররা। বরং মাঝে মধ্যে দেখা যায় লাল-হলুদের বিরুদ্ধে দাপট দেখান ভারতীয় নৌ-সেনার ফুটবলাররা। এরআগে ডুরান্ডের প্রথম ম্য়াচে হেরে গিয়েছিল এটিকে-মোহনবাগান। এবার ড্র করল ইমামি ইস্টবেঙ্গল।