বিশ্বকাপ জয়ী টিমের গোলকিপার। বিশ্বজয়ের নজির সৃষ্টি করে গোল্ডেন গ্লাভসও পেয়েছিলেন। বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে তিনি যে গ্লাভস পরেছিলেন, তা নিলামে তুললেন। নিলাম থেকে পাওয়া ৪৫ হাজার ডলার বাচ্চাদের ক্যানসার হাসপাতালে দান করলেন আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ।
অ্যাস্টন ভিলার হয়ে প্রিমিয়ার লিগে খেলেন মার্টিনেজ। ইংল্যান্ডে একটি নিলামের অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই নিলামে তাঁর গোল্ডেন গ্লাভসের সর্বোচ্চ দাম ওঠে ৪৫ হাজার ডলার। মার্টিনেজ এই নিলামের অনুষ্ঠানে জানান, তাঁকে যখন নিলামের কথা জানানো হয়, একবারও ভাবেননি। তিনি বলেন, "ভাল কারণে এই নিলাম। তাই একবারও ভাবিনি।"
বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সকে ৪-২ গোলে পেনাল্টি শুটআউটে হারায় আর্জেন্টিনা। গোটা টুর্নামেন্টে আর্জেন্টিনাকে একা কাঁধে টেনেছেন মার্টিনেজ।