এই কলকাতায় আবার আসবেন তিনি। সঙ্গে আসবেন লিও মেসি। শতাব্দী প্রাচীন মোহনবাগান ক্লাবে দাঁড়িয়ে এই প্রতিশ্রুতি আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজের। মঙ্গলবার বিকেলে সাদা টি-শার্ট গায়ে এসেছিলেন সবুজ-মেরুন তাঁবুতে। কিছুক্ষণের মধ্যে হয়ে গেলেন ঘরের ছেলে। গায়ে সবুজ-মেরুন জার্সি, গলায় উত্তরীয়। আর্জেন্টাইন দিবু তখন যেন, বাঙালির নিজের ছেলে। মিষ্টির হাঁড়ি উপহার পেয়েছেন। ঘুরে দেখেছেন ঐতিহ্যের লাইব্রেরি। ভিজিটার বুকে সই করেছেন নিয়ম মেনে। মোহনবাগান ছাড়ার আগে মার্টিনেজের প্রতিশ্রুতি, এবার মেসির হাত ধরেই কলকাতায় আসবেন। গায়ে থাকবে নীল-সাদা জার্সি।
কাতারের মাঠে পেনাল্টি বাঁচিয়েই তিনি বিশ্ব বিখ্যাত হয়েছেন। কিন্তু তিনি কী কোনওদিন মেসির পেনাল্টি বাঁচিয়েছেন ? হ্যাঁ বাঁচিয়েছেন। তবে গোল খেয়েছেন তার থেকেও বেশি। কলকাতায় অকপট গোল্ডেন গ্লাভস জয়ী গোলকিপার। এদিন মার্টিনেজকে দেখছে মোহনবাগান মাঠে হাজির হয়েছিলেন বহু মানুষ। কারণ, তিনি একমাত্র ফুটবলার, যিনি বিশ্বকাপ জিতেই এই শহরে পা দিয়েছেন।
এরআগেই অবশ্য মার্টিনেজ জানিয়ে দেন, তাঁরা ফুটবল খেলেন, আর মেসি ফুটবলের ভগবান। তাই লিও-র সঙ্গে তাঁদের ফারাক অনেক। সেই মেসিকে নিয়ে এবার কলকাতা আসবেন তিনি। বাগান ছাড়ার আগে তিলোত্তমার কাছে এই প্রতিশ্রুতি দিবুর।