ফুটবল বিশ্বে তারা কুলিন বলেই পরিচিত। তাদের ইতিহাসও সুবিস্তৃত। কিন্তু বিশ্বকাপের মঞ্চে তাদের সাফল্য খুঁজতে গেলে ধুলো পড়ে যাওয়া ইতিহাসের পাতা ঘাঁটতে হয়। সেই ইংল্য়ান্ড তাদের বিশ্বকাপের অভিযান শুরু করছে সোমবার। ভারতীয় সময় ইংরেজদের প্রথম ম্যাচে প্রতিপক্ষ এশিয়ার অন্য়তম সেরা ফুটবল শক্তি ইরান। কার্লোস কুইরেজের দল ভারতকে হারিয়ে বিশ্বকাপের ছাড়পত্র পেয়েছিল।
মেলবোর্নে মাঠে সদ্য বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে ইংল্যান্ড। ইতিমধ্যেই হ্যারি কেনদের কাতারে নামার আগে শুভেচ্ছা পাঠিয়েছেন জস বাটলার, বেন স্টোকসরা। এবার হ্যারি কেনদের সামনে চ্যালেঞ্জ। গত বছর ইউরো কাপের ফাইনালে উঠেও ইতালির কাছে হারতে হয়েছিল। সেই ভুল এবার করতে চান না ইংরেজ কোচ সাউথগেট। একঝাঁক তরুণ ফুটবলারদের নিয়ে এবার দোহা এসেছে ইংল্যান্ড দল। পন্ডিতদের মতে, এবার ইংল্য়ান্ড বেশ ছটফটে। বিশেষ করে ইউরো কাপের হারের পর শিক্ষা নিয়ে বিশ্বকাপের দল তৈরি করেছে। সাউথগেটের সবচেয়ে বড় সুবিধা প্রতিটি ফুটবলারকে তিনি হাতের তালুর মতো করে চেনেন। এই দলের সেরা অস্ত্র অবশ্য়ই ফিল ফোডেন, রাশফোর্ডের মতো তরুণরা।
ইরান কিন্তু সবসময় বড় দলগুলির কাছে শক্ত চ্যালেঞ্জ। এবার বেশ শক্ত গ্রুপেই আছে এশিয়ার অন্যতম বড় ফুটবল শক্তি। ইংল্যান্ড ছাড়াও তাদের গ্রুপে আছে আমেরিকা এবং এই বছর প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা গ্যারেথ বেলের ওয়েলস। তাই এবারও ইরানকে নিয়ে খুব বেশি আসা কেউ দেখছে না। তবুও কার্লোস কুইরেজের দল এবার অঘটন ঘটানোর জন্য তৈরি হয়ে আছে। তাদের প্রথম লক্ষ্যই ইংল্যান্ড।