৪৩ থেকে ৮৮। কোডি গ্যাকপো থেকে রবার্টো ফিরমিনহো। অ্যানফিল্ডে গোল বন্যা। আর সেই তোড়ে ভেসে গেল ম্যানচেস্টার ইউনাইটেড। ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ম্যানচেস্টারকে ৭-০ গোলে হারিয়ে লিগ জমিয়ে দিল লিভারপুর। এই জয়ের ফলে ২৫ ম্যাচে ৪২ পয়েন্ট লিভারপুলের। অন্যদিকে ২৫ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে তালিকার তিন নম্বরে ম্যানচেস্টার। সাত গোলের ম্যাচে দুটি করে গোল গ্যাকপো, ডারউইন এবং সালার।
ঘরের মাঠে প্রতিপক্ষ ম্যানচেস্টারকে এভাবে হারিয়ে দেবে লিভারপুল, তা অনেকেই ঠাহর করতে পারেনি। ৪৩ মিনিটে খাতা খোলেন গ্যাকপো। ডাচ এই ফুটবলার কাতার বিশ্বকাপে অভিষেকেই সবাইকে চমকে দিয়েছিলেন। সেই চমক এখনও চলছে। ৪৭ মিনিটে লিড দেন ডারউইন। প্রথমার্ধ শেষ হয় ২-০ গোলে।
দ্বিতীয়ার্ধে ফিরে এসে ম্যান ইউকে আর শিরদাঁড়া তুলতে দেননি সালহারা। ৫০,৬৬,৭৫,৮৩ ও ৮৮- মাত্র ২৮ মিনিটের মধ্যে আর পাঁচটি গোলকে ম্যানচেস্টারকে অ্যানফিল্ডে সিল করে দেন জুরগেন ক্লপের ছেলেরা। তাই ম্যাচ জয়ের পর আপ্লুত লিভারপুল কোচ। উলটো দিকে চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে থাকা ম্যানচেস্টারের কাছে নজিরবিহীন এই হার বড় ধাক্কা বলেই মনে করছেন ওই দলের সমর্থকরা।