প্রায় ২ মাস পর মাঠে ফিরলেন। ফিরেই জোড়া গোল করলেন আর্লিং হালান্ড। তাঁর গোলেই শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে এভার্টনকে ২-০ গোলে হারাল ম্যাঞ্চেস্টার সিটি।
শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচে প্রথমার্ধ গোলশূন্য হয়েই শেষ হয়। চাপ বাড়ছিল কোচ পেপ গুয়ার্দিওলার। ৭১ ও ৮৫ মিনিটে গোল করেন হালান্ড। প্রথম গোলে হালান্ডকে অ্য়াসিস্ট করেন নাথান আক। দ্বিতীয় গোল অ্যাসিস্ট করেন বেলজিয়াম তারকা কেভিন দ্য ব্রুইন।
ম্যাচের পর গুয়ার্দিওলা জানান, "আর্লিং ফিরেছে। ওর ফিনিশিং অসাধারণ। এতদিন বাইরে ছিল, মনেই হচ্ছে না।" এভার্টনের খেলারও প্রশংসা করেন কোচ গুয়ার্দিওলা।