FA কাপের বড় জয় ম্যাঞ্চেস্টার সিটির। একাই ৫ গোল আর্লিং হালান্ডের। লুটন টাউনকে ৬-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠল ম্যান সিটি।
ম্যাচের তিন মিনিটের মধ্যে প্রথম গোল পান হালান্ড। ৪০ মিনিটের মধ্যেই হ্য়াটট্রিক করেন তিনি। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই লুটন এফসি-র হয়ে দুরন্ত গোল করেন জর্ডন ক্লার্ক। কিন্তু হালান্ড ও কেভিন দি ব্রুনের আক্রমণের সামনে দাঁড়াতে পারেনি ওই দল।
আরও পড়ুন: লোকসভা নির্বাচনের নির্ঘণ্টের আগেই কি দেশে কি নাগরিকত্ব আইন কার্যকর! বলছে রিপোর্ট
এই ম্যাচে হালান্ডকে চারটি গোল অ্যাসিস্ট করেন দি ব্রুন। পঞ্চম গোলে হালান্ডকে সহযোগিতা করেন বার্নার্ডো সিলভা। এই নিয়ে ম্যাঞ্চেস্টার সিটির হয়ে অষ্টম হ্য়াটট্রিক হালান্ডের। দুবার টিমের হয়ে পাঁচটি গোল করলেন তিনি।