বিশ্বকাপে সুযোগ পাননি। কিন্তু উয়েফা চ্যাম্পিয়ান্স লিগে মাঠে নেমেই ঝড় তুললেন আর্লিং হালান্ড। ম্যাঞ্চেস্টার সিটির হয়ে মঙ্গলবার তিনি একাই গোলের মালা পড়ালেন আরবি লাইপজিগকে। মঙ্গলবার রাতে হালান্ডের ৫ গোলের সৌজন্যে ৭-০ গোলে প্রতিপক্ষকে উড়িয়ে দেয় পেপ গুয়ার্দিওলার দল।
এই ৫ গোলের ফলে চলতি মরশুমে হালান্ডের নামের পাশে যুক্ত হয়েছে নয়া রেকর্ড। ম্যাঞ্চেস্টার সিটির হয়ে ৩৯টি গোল করে ফেলেছেন আর্লিং হালান্ড। যা ক্লাবের হয়েও এক নতুন রেকর্ড। বছর বাইশের এই ফরোয়ার্ড চলতি চ্যাম্পিয়ন্স লিগে ২৫ ম্যাচ খেলেই এই অনন্য নজির গড়েন। ফুটবল বিশেষজ্ঞদের মতে, হালান্ডের যা পারফরম্যান্স, তাতে ট্রফি জয়ের খরা কাটিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি ঘরে তুলতেই পারে ম্যাঞ্চেস্টার সিটি।