ফিফা ও উয়েফাকে কড়া নির্দেশ ইউরোপিয়ান কোর্ট অফ জাস্টিসের। আদালত জানিয়েছে, অন্য টুর্নামেন্টে খেলার জন্য টিমগুলিকে বাধা দিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ও উয়েফা। নিয়ামক সংস্থার এমন আচরণে ইউরোপিয়ান ইউনিয়নের আইন লঙ্ঘিত হয়েছে। জানিয়েছে ইউরোপিয়ান কোর্ট অফ জাস্টিস।
ইউরোপিয়ান সুপার লিগ নিয়ে আপত্তি জানিয়েছিল ফিফা ও উয়েফা। আদালত, সুপার লিগের নাম নেয়নি। আদালতের নির্দেশ ফিফা ও উয়েফাকে নিশ্চিত করতে হবে, তাঁদের ক্ষমতা স্বচ্ছ, উদ্দেশ্যপ্রণোদিত নয় ও সবার জন্য একই।
১২টি ক্লাব ২০২১ সালের এপ্রিলে সুপার লিগের জন্য সম্মতি দিয়েছিল। এরপরই অধিকাংশ টিম টুর্নামেন্ট থেকে নাম তুলে নেয়।