ইউরো কাপে টানা দ্বিতীয় ম্যাচে জয় জার্মানির। স্টুটগার্ট স্টেডিয়ামে হাঙ্গেরিকে ২-০ গোলে হারিয়ে জয়ী মুসিয়ালারা। ২ ম্য়াচে মোট ৬ পয়েন্ট তুলে নিয়ে নকআউটের পথে আয়োজক দেশ। বুধবার দেশের হয়ে গোল করলেন জামাল মুসিয়ালা ও ইলকাই গুন্ডোয়ান।
ম্যাচের ২২ মিনিটের মাথায় প্রথম গোল করেন জার্মান ফুটবলার মুসিয়ালা। গুন্ডোয়ানের পাস থেকে হাঙ্গেরির রক্ষণ ভেঙে প্রথম গোল করেন তিনি। এগিয়ে যায় জার্মানি। প্রথমার্ধের স্টপেজ টাইমে হাঙ্গেরি গোল করে সমতা ফেরায়। কিন্ত সেই গোল বাতিল হয়ে যায়। দ্বিতীয়ার্ধে বারবার আক্রমণ তৈরি করলেও সুযোগ নষ্ট করে তারা। এরপরই আক্রমণের ঝাঁঝ বাড়ায় জার্মানি। ৬৭ মিনিটে দ্বিতীয় গোল করেন গুন্ডোয়ান। আর আক্রমণে ফিরতে পারেনি হাঙ্গেরি।