ইউরো কাপে শেষ ম্যাচে ড্র আয়োজক জার্মানির। সুইজারল্যান্ডের বিরুদ্ধে হার এড়াল দল। ম্যাচ শেষ হল ১-১ অমীমাংসিত অবস্থায়।
প্রথমার্ধে সুইজারল্যান্ডকে এগিয়ে দেন ড্যান এনডোয়ে। ২৮ মিনিটে গোল করেন তিনি। গোটা ম্যাচে গোলের মুখ খুলতে পারেনি জার্মানি। ইনজুরি টাইমের তৃতীয় মিনিটে গোল করেন জার্মানি ফুটবলার সুপারসাব নিকলাস ফুলক্রুগ।
ম্যাচের শুরু থেকে আধিপত্য ছিল জার্মানির। তিন মিনিটের মাথায় গোলের সুযোগ তৈরি করেছিলেন মুসিয়ালা-গুন্ডোয়ানরা। কিন্তু সেই আক্রমণ ক্লিয়ার করে দেয় সুইস রক্ষণ। VAR-এ ১৭ মিনিটে বাতিল হয় জার্মানির গোল। ১০ মিনিটের মধ্যে গোল করে এগিয়ে যায় সুইজারল্যান্ড।
দ্বিতীয়ার্ধে ৭০ মিনিটে ফের সুযোগ হারায় জার্মানি। ৮৪ মিনিটের মাথায় ফের গোল সুইজারল্যান্ড। কিন্তু সেই গোলও বাতিল হয়ে যায়।