চুম্বন-কাণ্ডে বড় সাজা ঘোষণা ফিফার। আপতত ৯০ দিনের জন্য নির্বাসিত করা হল স্প্যানিস ফুটবলের প্রেসিডেন্ট লুইস রুবিয়ালেসকে। শনিবার এক বিবৃতিতে ফিফা জানিয়েছে, শনিবার থেকেই এই সাজা বহাল করা হয়েছে। ৯০ দিনের মধ্যে ফুটবলের নিয়ামক সংস্থার শৃঙ্খলারক্ষা কমিটির সামনে হাজিরা দিতে হবে স্প্যানিস ফুটবলের প্রেসিডেন্টকে।
সম্প্রতি মহিলাদের বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। পুরস্কার বিতরণীর মঞ্চে বিশ্বজয়ী ফুটবলার এরমোসাকে চুমু খাওয়ার অভিযোগ ওঠে স্প্যানিস ফুটবলের বড় কর্তার বিরুদ্ধে।
লুইস দাবি করেন, এরমোসার ইচ্ছাতেই তাঁকে তিনি চুমু খেয়েছিলেন। যদিও এই দাবি অস্বীকার করেছেন ওই ফুটবলার। তিনি পাল্টা জানান, কোনও ভাবেই তিনি কোনও সময়ে চুমু খেতে রাজি ছিলেন না।
এরআগে স্প্যানিশ ফুটবল থেকে লুইসকে সরাতে একজোট হয়েছিলেন ৮০ জন ফুটবলার। তাঁরা দাবি করেছিলেন, এই ঘটনার জেরে ফুটবল প্রেসিডেন্টকে বরখাস্ত করতে হবে।
তাঁদের এই দাবির পরেই ফিফার ঘোষণা। আপাতত তিন মাস ঘরোয়া এবং আন্তর্জাতিক কোনও ফুটবলের আসরে যেতে পারবেন না নির্বাসিত স্প্যানিশ ফুটবলের প্রেসিডেন্ট।