ফুটবল মাঠে রাজার ছেলে। তাঁর কী নাম জানেন ? কোথায়, কোন ক্লাবে খেলে জানেন ? মাঠ ও মাঠের বাইরে মিলিয়ে সম্পত্তি কত জানেন ? ফাইক জাফরি বলকিয়া। শাকিন ব্রুনাই। বছর চব্বিশের এই ফুটবলারই নাকি এই সময়ে বিশ্বের সবচেয়ে ধনী ফুটবলার। একটি সূত্রে দাবি করা হচ্ছে, টাকার অঙ্কে মেসি-রোনাল্ডোর থেকেও নাকি এগিয়ে এই ফুটবলার। পাঁচ বছর আগে ফাইকের সম্পত্তির পরিমাণ ছিল ভারতীয় মুদ্রায় ১ লক্ষ ৬৬ হাজার কোটি টাকা। যা মেসি-রোনাল্ডোর থেকে অনেক বেশি। যদিও ফাইকের এই রোজগার ফুটবল খেলে নয়। সবটাই পারিবারিক সম্পত্তি থেকে আয়। আমেরিকায় জন্ম। ব্রিটেনে বড় হওয়া। বর্তমানে ব্রুনাইয়ের জাতীয় দলের অধিনায়ক ফাইক জাফরি বলকিয়া।
ব্রিটিশ ক্লাব চেলসিতে ট্রায়াল দিয়েছিলেন এই ফুটবলার। এখন তিনি খেলেন থাইল্যান্ডের একটি ক্লাবে। জ্যাঠামশাই ব্রুনাইয়ের সুলতান হালসান বলকিয়া। বাবা জেফরি বলকিয়ার জন্মদিন নাচতে এসেছিলেন প্রয়াত মাইকেল জ্যাকসন। এ হেন পরিবারের ছেলে ফাইক।