প্রথম ম্যাচে পোল্যান্ডের বিরুদ্ধে জয়। যদিও ফুটবল নজর কাড়তে পারেনি। অসংখ্য শট মিস। দলে ছন্দের অভাব। তবে প্রথম ম্যাচে জয় এসেছে। বড় টুর্নামেন্ট। পরবর্তী ম্যাচগুলি থেকে ভাল ফুটবল উপহার দিতে চায় নেদারল্যান্ডস। সোমবার অনুশীলনের মাঝে মাঠে এল ফুটবলারদের পরিবার।
উলফসবার্গের নেদারল্যান্ডের বেসক্যাম্পে আসেন ভ্যানজিল ভ্যানডিক, রোনাল্ড কোম্যানদের স্ত্রী, সন্তানরা। ট্রেনিং সেশনের পর পরিবারের সঙ্গে সময় কাটান ফুটবলাররা। কাতার বিশ্বকাপের সময়ও একই রকম ব্যবস্থা ছিল নেদারল্যান্ডস টিমে। সামনে অনেক কঠিন লড়াই। টিমের ফুটবলারদের মনোবল বাড়াতেই এই পরিকল্পনা টিম ম্যানেজমেন্টের।