জার্মানিতে ইউরো কাপের মঞ্চে রোনাল্ডোর আবেগের 'ঝড়'। প্র্যাকটিস ম্যাচেই তাঁকে দেখতে হাজার হাজার অনুরাগী। শুক্রবার অনুশীলন ছিল পর্তুগাল টিমের। মাঠে আসেন প্রায় ৮০০০ সমর্থক। মাঠে নিরাপত্তার বেড়াজাল পেরিয়ে আচমকা ঢুকে পড়েন এক ভক্ত। রোনাল্ডোর সঙ্গে সেলফির আবদার করলেন তিনি। রোনাল্ডো যদিও সেই আবদার ফেরাননি। এরপরই নিরাপত্তারক্ষীরা ওই ভক্তকে মাঠ থেকে বের করে নিয়ে আসেন।
ইউরো কাপে এবার গ্রুপ এফ-এ আছে পর্তুগাল। ওই গ্রুপে আছে চেক রিপাবলিক, জিওর্জিয়া, টার্কি। ১৮ জুন চেক রিপাবলিকের বিরুদ্ধে প্রথম খেলা পর্তুগালের। কাতার বিশ্বকাপের ব্যর্থতার পর রোনাল্ডো কিন্তু এবার ইউরো নিয়ে আশাবাদী। তিনি জার্মানিতে গিয়েই জানিয়েছেন, এবার শুধু সেমিফাইনাল নয়, পর্তুগাল আরও অনেকটা বেশি ভাবতে চাইছে।
দুই বছর আগে কোচের সঙ্গে বিবাদ। রিজার্ভ বেঞ্চে বসে কান্নার মুখ। রোনাল্ডোকে নিয়ে জাতীয় দলে কম বিতর্ক হয়নি। ফের জাতীয় দলের জার্সিতে নতুন উদ্যমে নেমে পড়েছেন সিআরসেভেন। আর তাঁকে ঘিরে উন্মাদনায় ভাসছেন ফুটবলপ্রেমীরাও।