শনিবার কলকাতা ডার্বি (Kolkata Derby)। যুবভারতী স্টেডিয়ামে মুখোমুখি ইস্টবেঙ্গল ও মোহনবাগান। এবার ডুরান্ড কাপে (Durand Cup 2023) অফলাইনে টিকিট দেওয়া শুরু হয়েছে। তাই সমস্যায় পড়েছেন সমর্থকরা। অনলাইনে টিকিট কাটার অপশন দেওয়া হয়নি। সুযোগ থাকলে লম্বা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হত না। আসতে পারতেন দূরদূরান্তের সমর্থকরাও।
বৃহস্পতিবার সকাল ৬-৭টা থেকে লাইন শুরু হয়েছে। বাদকুল্লা, ব্য়ারাকপুর, বারাসাত, নৈহাটি, বর্ধমান থেকে প্রচুর সমর্থক আসেন টিকিট কাটতে। প্রত্যেকের নাম, ঠিকানা, ফোন নম্বর নেওয়া হচ্ছে। তার ফলে লাইন কমতেই চাইছে না। সমর্থকরা ডুরান্ড কমিটির দিকে সরাসরি আঙুল তুলেছেন।
আরও পড়ুন: নেটে প্র্যাকটিস করছেন কেএল রাহুল, এশিয়া কাপে কি প্রথম দলে?
কলকাতা পুলিশ নিরাপত্তা আশ্বাস দেয়নি বলেই, এই অফলাইনের টিকিট দিচ্ছে ডুরান্ড কমিটি।