শতবর্ষের প্রাপ্তি। বিশ্বসেরা ক্লাবগুলির মধ্যে স্থান পেয়েছে ইস্টবেঙ্গল। আর সে কথা জানানো হয়েছে লিও মেসির প্রাক্তন ক্লাব বার্সেলোনার তরফ থেকে। আর তা নিয়েই উচ্ছ্বসিত সমর্থকরা।
সম্প্রতি বার্সার ফেসবুক থেকে একটি রিল পোস্ট করা হয়েছে। ওই রিলে এফসি বার্সালোনার লোগো তৈরি করা হচ্ছে। সেই ভিডিয়োতেই রয়েছে চমক।
কারণ ওই ভিডিয়োতে ম্যাঞ্চেস্টার সিটি, চেলসি, বায়ার্ন মিউনিখের মতো ইউরোপের বিখ্যাত ক্লাবগুলির লোগো কার্ডের মধ্যে রাখা রয়েছে ইস্টবেঙ্গলের লোগো কার্ড। যা দেখে আবেগে ভেসেছেন সমর্থকেরা।
আরও পড়ুন - ফোকাসে ইন্টার মিয়ামি, এবার তুলে রাখতে চান আর্জেন্টিনার জার্সি, মেসির মন্তব্য ফের জল্পনা