আর কয়েক ঘণ্টা। তার পরেই কলকাতায় পা রাখবেন বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। এই প্রথম বিশ্বকাপ জেতার পরে কলকাতায় আসছেন কোনও খেলোয়াড়। যা নিয়ে উত্তেজনা তুঙ্গে। মার্টিনেজের সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার মোহনবাগান ক্লাবে যাবেন তিনি।
মার্টিনেজের সফরের জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। ক্লাবের তরফ থেকে জানানো হয়েছে, বিশ্বজয়ীকে একটি স্মারক দেওয়া হবে। মোহনবাগান রত্নের আদলে তৈরি ওই স্মারক। তবে, মার্তিনেজকে মোহনবাগান রত্ন করা হচ্ছে না বলেই জানা গিয়েছে। স্মারকটি রুপোর তৈরি। মাঝখানটা সোনার। যাতে মার্টিনেজের নাম লেখা 'দিবু'। স্মারকের সঙ্গে দেওয়া হবে একটি পদকও।
আরও পড়ুন - সাফ কাপের সেমিফাইনালের আগে নিজের অবসর নিয়ে মুখ খুললেন সুনীল ছেত্রী
বুধবারও একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। সকাল ১১টা ৪৫ নাগাদ সন্তোষ মিত্র স্কয়্যারে বিশেষ সংবর্ধনা দেওয়া হবে মার্তিনেজকে। এরপর বাংলার বিভিন্ন ক্লাবের জুনিয়র ও সাব জুনিয়র পর্যায়ের গোলকিপারদের সঙ্গে কথা বলবেন তিনি। ওইদিনই সুজিত বোসের ক্লাব শ্রীভূমি এবং রিষড়ার যাওয়ার কথা তাঁর। দেখা করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও।