৪ বছর পর কাতারে ফুটবল বিশ্বকাপ। সেজে উঠেছে গোটা বিশ্ব। তার আগে ভারত অধিনায়ক সুনীল ছেত্রীকে বিরল সম্মান ফিফার। তাঁর উপর একটি তথ্যচিত্র তৈরি করেছে ফিফা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় মেসি ও রোনাল্ডোর সঙ্গে একই পোডিয়ামে সুনীলের একটি ছবি শেয়ার করেছে ফিফা। এবার সুনীলের সাফল্যের জন্য তাঁকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আন্তর্জাতিক কেরিয়ারে একের পর এক সাফল্য গড়েছেন। দেশের হয়ে সর্বাধিক গোলের নিরিখে রোনাল্ডো ও মেসির পরই আছে সুনীল। কিন্তু বিশ্বের অধিকাংশ ফুটবলপ্রেমীরা তাঁকে চেনেন না। এবার সুনীলের পরিচিতির ব্যবস্থা করে দিয়েছে ফিফা নিজেই। ফুটবলে এত পিছনের দিকে থাকা দেশের অধিনায়ক হয়েও এই সাফল্য কীভাবে। সেটাই সুনীলের তথ্যচিত্রের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছেন ফিফা কর্তারা। বিশ্বকাপের আগে সুনীলের উপর ৩ পর্বের এই তথ্যচিত্র রিলিজ করেছে ফিফা। যার নাম ক্যাপ্টেন ফ্যান্টাসটিক। এই সাফল্যের পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুভেচ্ছা জানিয়েছেন সুনীলকে। তিনি টুইট করে লেখেন, "খুব ভাল কাজ সুনীল ছেত্রী। এটা ভারতীয় ফুটবলের জনপ্রিয়তা অনেকটাই বাড়াবে।"
সাধারণত, বিশ্বকাপজয়ী ফুটবলার বা বিশ্বফুটবলে দারুণ পারফরম্যান্স করলে, তাঁকে নিয়েই তথ্যচিত্র বানায় ফিফা। কিন্তু ভারত অধিনায়ক সুনীলের ক্ষেত্রে সম্পূর্ণ অন্য আঙ্গিকে একটি তথ্যচিত্র বানিয়েছে ফিফা।