বিশ্বকাপের যোগ্যতার ম্যাচে ব্রাজিল বনাম আর্জেন্টিনার সমর্থকদের মারামারির ঘটনার তদন্ত শুরু করল ফিফার শৃঙ্খলারক্ষা কমিটি। গত মঙ্গলবার রাতে মারাকানায় মুখোমুখি হয়েছিল দু দল। জাতীয় সঙ্গীতের পরেই উত্তপ্ত হয়েছিল গ্যালারি। সংঘর্ষে জড়িয়ে ছিলেন দু দেশের সমর্থকরা।
আর্জেন্টিনার সমর্থকদের বিরুদ্ধে গ্যালারিতে গুন্ডামির অভিযোগ উঠছে। ব্রাজিলর বিরুদ্ধে অভিযোগ, পরিস্থিতি সামলাতে ব্যর্থ হওয়ার জন্য। ইতিমধ্যেই শাস্তি সুপারিশ করা হয়েছে ব্রাজিলের বিরুদ্ধে। তাতে বলা হয়েছে, পয়েন্ট কাটার পাশাপাশি পরের দুটি ম্যাচ মারাকানার খালি স্টেডিয়ামে খেলতে হতে পারে ব্রাজিলকে।
গত মঙ্গলবার এই ঘটনার জন্য রিও-তে ম্যাচ শুরু হতে প্রায় ৩০ মিনিট দেরি হয়। মাঠ ছেড়ে ড্রেসিং রুমে চলে যেতে হয় লিও মেসি ও তাঁর আর্জেন্টিনাকে। এদিকে, আর্জেন্টাইন ফুটবলারদের বিরুদ্ধে বর্ণবিদ্বেষের অভিযোগ ব্রাজিল ফুটবলার রডরিগোর।