অবসর ঘোষণা করেছেন সুনীল ছেত্রী। অগণিত ভক্ত শুভেচ্ছা জানিয়েছেন। এরই মধ্য়ে সুনীল ছেত্রীকে বিশেষ সম্মান জানাল FIFA। সোশ্যাল মিডিয়া পোস্টে রোনাল্ডো ও মেসির সঙ্গে একই ফ্রেমে রয়েছেন ভারতের ফুটবল অধিনায়ক। সুনীলকে 'লেজেন্ড' বলে সম্বোধন ফিফার।
এর আগেও সুনীলকে নিয়ে ডকুমেন্টরি তৈরি করে ফিফা। যার নাম, "ক্যাপ্টেন ফ্যানটাস্টিক-দ্যা লেজেন্ড অফ সুনীল ছেত্রী।" সেই ডকুমেন্টরিতে উঠে এসেছে তাঁর ফুটবল কেরিয়ারের লড়াইয়ের কথা, ব্যক্তিগত জীবনের কথা। ভারতীয় ফুটবলে কিংবদন্তি হয়ে ওঠার গল্প। অবসর ঘোষণার মুহূর্তে ফের সুনীলকে বিশ্বের সেরা ফুটবলারদের আসনে এনে দিল ফিফা। যার ফলে আবেগপ্রবণ ভারতীয় ফুটবলের সমর্থকরা।
দেশের হয়ে ১৫০ ম্যাচে ৯৪ গোল করেছেন সুনীল ছেত্রী। সর্বকালের সবচেয়ে বেশি গোলদাতার তালিকায় চার নম্বর স্থানে সুনীল। আগামী ৬ জুন কুয়েতের বিরুদ্ধে কেরিয়ারের শেষ ম্যাচ খেলবেন তিনি। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় অবসর ঘোষণা করেন ভারত অধিনায়ক।