ভারতীয় ফুটবলের ভবিষ্যত সংকটে । ভারতীয় ফুটবলের নিয়ামক সংস্থা সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে (AIFF) নির্বাসিত করল ফিফা (FIFA) । ‘তৃতীয় পক্ষের হস্তক্ষেপের’ কারণে এই শাস্তির কথা ঘোষণা করেছে ফিফা । একই সঙ্গে ফিফার তরফে জানানো হয়েছে,এখন এআইএফএফ-এর ক্ষমতায় রয়েছে কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটর্স । তাদের পরিবর্তে যেদিন থেকে নির্বাচনের মাধ্যমে তৈরি হওয়া কমিটি এআইএফএফ-এর দৈনন্দিন কাজকর্ম দেখতে শুরু করবে, সেদিন থেকে এই নির্বাসনের শাস্তি উঠে যাবে (FIFA Suspends AIFF) । কিন্তু, ততদিন পর্যন্ত অন্ধকারে চলে গেল সুনীল ছেত্রীদের ফুটবল ভবিষ্যৎ ।
এদিকে, ১১ অক্টোবর থেকে ৩০ অক্টোবর ভারতে মেয়েদের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ফুটবল হওয়ার কথা রয়েছে । কিন্তু, ফিফার এই শাস্তি ঘোষণার পর ভারতের খেলা এখন পুরোটাই অনিশ্চয়তার মুখে । এই বিষয়ে চিন্তাভাবনা করছে ফিফা । তারা এক বিবৃতিতে বলেছে, ‘নির্বাসনের অর্থ হল, ভারত অক্টোবরে মেয়েদের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ফুটবল আয়োজন করতে পারবে না । এই প্রতিযোগিতা নিয়ে পরবর্তী পদক্ষেপ কী হবে, তা নিয়ে ফিফা চিন্তা-ভাবনা করছে।’যদিও, ফিফার তরফে বলা হয়েছে,ভারতের কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে । ইতিবাচক সমাধানের আশায় রয়েছে তারা ।
আরও পড়ুন, Durand Cup Tickets: ফের মিলবে ডুরান্ড ডার্বির টিকিট, খুশি মোহন-ইস্টের সমর্থকরা, বিস্তারিত জেনে নিন
উল্লেখ্য, মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও ফেডারেশনের সভাপতি পদে বসেছিলেন প্রফুল্ল পটেল । এই নিয়ে সুপ্রিম কোর্টে মামলা হয় । চলতি বছরের মে মাসে ফেডারেশনের কার্যকরী কমিটিকে ভেঙে দেয় সুপ্রিম কোর্ট । ভারতীয় ফুটবলের দায়িত্ব তিন সদস্যের কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটর্সকে দেওয়া হয় । একই সঙ্গে বলা হয়, যত দ্রুত সম্ভব ফেডারেশনের নির্বাচন করতে হবে । এরই মধ্যে অভিযোগ ওঠে, ফেডারেশনের কাজকর্মে পিছন থেকে হস্তক্ষেপ করছেন পটেল । এই বিষয়ে ফিফার তরফে জানিয়ে দেওয়া হয়, গণতান্ত্রিক ভাবে ফেডারেশনের নির্বাচন হলে তবেই ভারতকে বিশ্বকাপ আয়োজন করতে দেওয়া সম্ভব হবে । গোটা বিষয়টি এখনও সুপ্রিম কোর্টর বিচারাধীন । সর্বোচ্চ আদালতের রায়ের উপরই নির্ভর করছে ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ ।