রেফারি মাতেউ লাহোজকে(Mateu Lahoz) কাতার বিশ্বকাপ থেকে সরিয়ে দিল ফিফা(Fifa)। তাকে এবারের বিশ্বকাপ থেকে সরানোর কথা জানিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। স্প্যানিশ এই রেফারিকে দেশে ফেরার নির্দেশ দিয়েছে ফিফা। কারণ, সেমিফাইনাল বা ফাইনালের মতো ম্যাচে রেফারির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠুক তা চায় না ফিফা। উল্লেখ্য, কোয়ার্টার ফাইনালের পরে রেফারি মাতেউকে(Messi on Mateu Lahoz) নিয়ে প্রশ্ন তুলেছিলেন লিয়োনেল মেসি। তাঁর অভিযোগের ভিত্তিতেই এই পদক্ষেপ নেওয়া হল বলেই খবর।
আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডস(Argentina vs Netherlands) কোয়ার্টার ফাইনালে রেফারি মাতেউ মোট ১৫টি কার্ড দেখিয়েছেন। এর মধ্যে ৮টি হলুদ কার্ড দেখে আর্জেন্টিনা। নেদারল্যান্ডস দেখে ৬টি হলুদ কার্ড এবং ১টি লাল কার্ড। এমনকি, মাতেউর(Mateu Lahoz) দেখানো হলুদ কার্ডের তালিকায় রয়েছেন মেসিও। এরপর ম্যাচ শেষে তাঁর সঙ্গে মাঠেই একপ্রস্থ তর্কাতর্কি হয় মেসির(Messi angry on Mateu Lahoz)।
আরও পড়ুন- Qatar world Cup 2022: ট্রফির দৌড়ে যে চার দেশ...
ম্যাচের পরেও রাগ চেপে রাখতে পারেননি মেসিz(Lio Messi on Mateu Lahoz)। তিনি জানান, “রেফারির নাম দেখে ম্যাচ শুরুর আগেই আমরা ভয়ে ভয়ে ছিলাম। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে এই ধরনের রেফারিকে দায়িত্ব দেওয়াই উচিত নয়।”