আর্জেন্টিনা রোড টু ফাইনাল
রবিবার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা। এবার বিশ্বকাপের প্রথম ম্যাচ হারের পর ফাইনালে লিওনেল মেসিরা। কীভাবে ফাইনালে উঠল টিম। দেখে নেওয়া যাক তাঁদের কাতারের বিশ্বকাপ সফর।
গ্রুপ লিগে প্রথম ম্য়াচ। এই ম্যাচেই আটকে যায় আর্জেন্টিনা। ম্যাচের ১০ মিনিটে গোল করে লিওনেল মেসি। কিন্তু দ্বিতীয়ার্ধে পরপর ২ গোল করে ম্যাচ জিতে নেয় সৌদি আরব।
গ্রুপের দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়ায় আর্জেন্টিনা। এই ম্যাচে ৬৪ মিনিটে দুর্দান্ত গোল করেন লিওনেল মেসি। ৮৭ মিনিটে দ্বিতীয় গোল করেন এনজো ফার্নান্ডেজ।
গ্রুপের শেষ ম্যাচে রবার্ট লেওয়ানোডস্কি বনাম লিওনেল মেসি। এই ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হয়। গোল পাননি মেসি। কিন্তু মেসির পাস থেকে অসাধারণ গোল করেন ম্যাক অ্যালিস্চার। ৬৭ মিনিটে দ্বিতীয় গোল আসে জুলিয়ান আলভারেজের শট থেকে।
প্রি-কোয়ার্টার ফাইনালে সামনে ছিল অস্ট্রেলিয়া। চার অস্ট্রেলিয়ান ডিফেন্ডারের মাঝখান থেকে বক্সের বাইরে থেকে গোল করেন লিওনেল মেসি। ৩৫ মিনিটে এগিয়ে যায় আর্জেন্টিনা। ৫৭ মিনিটে গোল করেন জুলিয়ান আলভারেজ। এই ম্যাচ জিতে প্রি-কোয়ার্টার ফাইনালে ওঠে আর্জেন্টিনা।
আরও পড়ুন: বিশ্বকাপের ফাইনালে ফ্রান্স, কাদের বিরুদ্ধে এসেছে জয়, দেখে নিন এমবাপেদের যাত্রাপথ
বিশ্বকাপের এখনও পর্যন্ত সবথেকে বেশি চর্চিত ম্যাচ। এই ম্যাচে ১৮টি হলুদ কার্ড ও একটি লাল কার্ড দেখান রেফারি। প্রথমার্ধে মলিনার গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। এরপর পেনাল্টি থেকে গোল করেন মেসি। ৮৩ মিনিট ও স্টপেজ টাইমে পরপর গোল করে সমতা ফেরায় নেদারল্যান্ডস। পেনাল্টিতে ৩-৪ ব্যবধানে জিতে সেমিফাইনালে আর্জেন্টিনা।
ব্রাজিলকে হারিয়ে আর্জেন্টিনার মুখোমুখি হয় ক্রোয়েশিয়া। ৩৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন লিওনেল মেসি। ৩৯ মিনিটে টিমকে ২-০ গোলে এগিয়ে দেন আলভারেজ। ৩-০ গোলের ব্যবধানে জিতে ফাইনালে আর্জেন্টিনা
রবিবার লুসাইলে মুখোমুখি ফ্রান্স ও আর্জেন্টিনা। ২০১৮ বিশ্বকাপে এই ফ্রান্সের বিরুদ্ধে হেরেই বিদায় নিয়েছিল আর্জেন্টিনা। রবিবারই দেশের জার্সিতে শেষবার নামবেন লিওনেল মেসি। এই ম্যাচ নিয়ে উত্তেজনায় ফুটছে ফুটবলবিশ্ব।