পায়ের চোট সারাতে গিয়ে আরও অসুস্থ নেইমার (Neymar) । জানা গিয়েছে, জ্বর হয়েছে তাঁর (Neymar suffers From fever) । শরীর ভাল নেই ওয়ান্ডার কিডের । বিশ্বকাপে (Fifa World Cup 2022) প্রথম ম্যাচে সার্বিয়ার বিরুদ্ধে খেলতে গিয়ে গোড়ালিতে চোট । দ্বিতীয় ম্যাচে ফোলা গোড়ালি নিয়ে হোটেলের ঘরে বসেই খেলা দেখতে হয় নেইমারকে । দু'টি ম্যাচে নেইমারকে বিশ্রাম দিয়ে নক আউটে খেলানোর পরিকল্পনা ছিল ব্রাজিলের । আসলে, নক-আউটে ওয়ান্ডার কিডকে যে প্রয়োজন, তা ভালই জানেন তিতে । কিন্তু, নেইমারের নতুন করে জ্বর হওয়ার ব্রাজিলের চিন্তা বাড়ছে । কবে তিনি সুস্থ হতে পারবেন, সেই বিষয়ে কিছুই বলতে পারেননি চিকিৎসকরা ।
জানা গিয়েছে, জ্বরে কাবু নেইমারের শরীর একেবারেই ভাল নেই । জ্বরের পাশাপাশি মাথা যন্ত্রণাও রয়েছে ব্রাজিলের ফুটবলারের । নেইমারের জ্বর হওয়ার খবর জানিয়েছেন সতীর্থ ভিনিসিয়াস জুনিয়র । তিনি জানান, নেইমার হোটেলের ঘরেই আছেন । তাঁর দ্রুত সুস্থতার জন্য সবাই প্রার্থনা করছেন । এখন এই অবস্থায় বিশ্বকাপে নক-আউট ম্যাচে আদৌ খেলতে পারবেন কি না সেই বিষয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে ।
আরও পড়ুন, Lionel Messi : রান্নাঘরে লিও মেসি ! কী রাঁধলেন দলের জন্য ?
প্রথম ম্যাচে সার্বিয়ার বিরুদ্ধে ২-০ গোলের ব্যবধানে জয় পেয়েছে ব্রাজিল। সেই ম্যাচেই চোট পান নেইমার। দলের পক্ষ থেকে জানানো হয়,সুইজারল্যান্ড ম্যাচে দলের হয়ে নামতে পারবেন না তিনি । তাই হোটেলে বসেই বিশ্বকাপে দ্বিতীয় ম্যাচে ব্রাজিলের খেলা দেখেন নেইমার । সম্প্রতি, সোশাল মিডিয়ায় নেইমার নিজেই দাবি করেন, এখন তিনি অনেকটাই ভাল আছেন । বিশেষ প্রযুক্তিতে তৈরি বুট পড়ে তিনি হাঁটাচলা করছেন। এই বুট নাসা বানিয়েছে বলেও দাবি করেন তিনি । এরই মধ্যে তাঁর জ্বর হওয়ার খবর সামনে আসতেই চিন্তায় পড়ে গিয়েছেন ব্রাজিল ও নেইমার অনুরাগীরা ।