একটা যুদ্ধের (War) মাঝেই শুরু হয়ে গেল, আর এক যুদ্ধের প্রস্তুতি। শুক্রবার কাতার বিশ্বকাপের (Quter World Cup 2022) আটটি গ্রুপে কোন দল খেলবে তা প্রায় পাকা করে ফেলল ফিফা (Fifa)। তিনটি দলকে ছেড়ে দিয়ে ঠিক হল বাকি গ্রুপ। বাকি এই তিনটি দল প্লে-অফ খেলে তাদের যোগ্যতা অর্জন করবে। মোটামুটি যা দাঁড়াল, তাতে সহজ গ্রুপেই গতবারের চ্যাম্পিয়ন ফ্রান্স (France)। একই গ্রুপ থেকে বিশ্বকাপ শুরু করবে পর্তুগাল (Partugal) ও উরুগুয়ে (Uruguay)। আর বিশেষজ্ঞদের মতে এবারের সবচেয়ে কঠিন গ্রুপেই পড়েছে দুই প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন (Spain) ও জার্মানি (Germany)।
কাতারেই প্রথা ভেঙে শীতকালে হতে চলেছে ফুটবলের বিশ্বকাপ। গ্রুপ এ-তে আয়োজক কাতারের সঙ্গী ইকুয়েডর, সেনেগাল, নেদারল্যান্ডস। গ্রুপ বি-তে ইংল্যান্ড, ইরান, আমেরিকা, ওয়েলস/স্কটল্যান্ড/ইউক্রেনের মধ্যে কোনও একটি দল। গ্রুপ সি-তে আর্জেন্টিনা, সৌদি আরব, মেক্সিকো, পোল্যান্ড। গ্রুপ ডি-তে ফ্রান্স, ডেনমার্ক, টিউনিশিয়া, পেরু/অস্ট্রেলিয়া/সংযুক্ত আরব আমিরশাহির মধ্যে কোনও একটি দল। গ্রুপ ই-তে স্পেন, জার্মানি, জাপানের সঙ্গে প্লে-অফ খেলা কোস্টা রিকা বা নিউ জিল্যান্ড। গ্রুপ এফ-এ বেলজিমায়, কানাডা, মরক্কো, ক্রোয়েশিয়া। গ্রুপ জি-তে ব্রাজিল, সার্বিয়া, সুইৎজারল্যান্ড, ক্যামেরুন। আর গ্রুপ এইচ-এ পর্তুগাল, ঘানা, উরুগুয়ে, দক্ষিণ কোরিয়া।
আরও পড়ুন : ফের বিধ্বংসী রাসেল, জ্বলে উঠলেন উমেশ যাদব, ৬ উইকেটে পাঞ্জাবকে হারাল কেকেআর
বিশেষজ্ঞদের মতে, কাতারেই হয়তো শেষ বিশ্বকাপ খেলবেন মেসি এবং রোনাল্ডো। তাই এই শীতেই তাঁদের উপরেই থাকবে হাজার বাল্বের আলো। তবে, কাতার চায় নতুন চ্যাম্পিয়ন। সেইসঙ্গে নতুন তারকা।