কাতার ফুটবল বিশ্বকাপ (Fifa World Cup 2022) সূচিতে বদল আসতে পারে । এগিয়ে আনা হতে পারে উদ্বোধনের দিন । এর আগে উদ্বোধনের দিন ঘোষণা হয়েছিল ২১ নভেম্বর । আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, বিশ্বকাপের সূচিতে সামান্য পরিবর্তন করা হবে । কাতার ফিফা বিশ্বকাপের (FIFA World Cup Qatar 2022) উদ্বোধন হতে পারে ঘোষিত দিনের একদিন আগেই। অর্থাৎ ২০ নভেম্বর বিশ্বকাপের উদ্বোধন হতে পারে ।
২১ নভেম্বর সেনেগাল বনাম নেদারল্যান্ডস এবং ইংল্যান্ড বনাম ইরান ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা । জানা গিয়েছে, এদিনের সূচিতে কোনও পরিবর্তন আনা হবে না । শুধু উদ্বোধনের দিন পরিবর্তন হবে । উদ্বোধনের দিন ২০ নভেম্বর এগিয়ে আনার কথা চলছে । আসলে, সাধারণত বিশ্বকাপের প্রথম ম্যাচে হোস্ট নেশনের খেলা থাকে । সেক্ষেত্রে এদিন,উদ্বোধনী অনুষ্ঠানের পর কাতার বনাম ইকুয়েডর ম্যাচ দিয়ে শুরু হতে পারে ফুটবল বিশ্বকাপ ।
আরও পড়ুন, Shoaib Akhtar :এক সময়ের দুনিয়া কাঁপানো পেসার, এখন ৬ বার অস্ত্রোপচার করিয়েও কাবু
পুরো বিষয়টি আপাতত আলোচনার পর্যায়ে রয়েছে। এই পরিবর্তন করতে হলে ফিফা কাউন্সিল ব্যুরোকে ভোট করতে হবে। সেখানে সিদ্ধান্ত গৃহীত হলে তবেই এগিয়ে আসবে উদ্বোধনের দিন।